সেলিম শিকদার, সিরাজগঞ্জঃ-
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দের করোনা নমুনা রিপোর্ট পজেটিভ।
সোনিয়া সবুর আকন্দ চেয়ারম্যান হয়ে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই তিনি বিভিন্ন জনসম্পৃক্ত কাজে সাধারন মানুষের পাশে ছিলেন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিতে ও বিভিন্ন ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজে তিনি অংশগ্রহণ করেন ।
সোনিয়া সবুর আকন্দপূর্ববর্তী সময়ে বেলকুচি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন । তিনি বেলকুচি উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন।
সোনিয়া সবুর আকন্দ গত ২৯ শে জুন করোনার উপসর্গ নিয়ে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার করোনার নমুনা প্রদান করেন।
গত (২ জুলাই) বৃহস্পতিবার বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন হাফিজুর রহমান জানান, বেলকুচি উপজেলায় মোট ৭ জনের করোনার নমুনা সংগ্রহের রিপোর্ট এসেছে ।
এদের মধ্যে রাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দের করোনা পজিটিভ এসেছে । বাকী ৬ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
এ বিষয়ে রাজাপুর ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দের সাথে যোগাযোগ করাহলে তিনি নিশ্চিত করে বলেন, আমার করোনা নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমি মানসিক ভাবে সুস্থ আছি ।
আমি আমার রাজাপুর ইউনিয়ন বাসি সহ সিরাজগঞ্জ জেলার সকল মানুষের কাছে দোয়া প্রার্থনা করছি আমি যেন দ্রুত সুস্থ হয়ে সকল মানুষের পাশে দাঁড়াতে পারি । এছাড়াও আমার রাজাপুর ইউনিয়ন বাসি সহ বেলকুচিবাসীদের প্রতি অনুরোধ আপনারা সতর্ক ও সচেতন হন এবং স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে চলার জন্য আপনাদের সকলের নিকট জোরদাবী জানাই ।