২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

রাজাপুরের তারাবুনিয়ায় যুবককে হত্যা চেষ্টার অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির রাজাপুরে পূর্ব 

শত্রুতার যে ধরে সৈয়দ রিপন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। আহতর রিপন ওই থানার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের বাসিন্দা সৈয়দ হেমায়েত মিয়ার ছেলে। গত রবিবার রাত ৯ টায় ওই এলাকার ঠাকুরবাড়ি বাজার থেকে বাড়ি যাওয়ার সময় রাস্তার উপরে ফেলে এলোপাথলি কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। বর্তমানে আহত রিপন মুমূর্ষ অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতের সূত্রে জানা যায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই এলাকার বাসিন্দা নয়ন খলিফার মামাতো ভাই বাবু বিশ্বাস মেম্বার পদে নির্বাচন করে। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ শামীম এর নির্বাচন করে সৈয়দ রিপন। সৈয়দ রিপনের সমর্থিত প্রার্থী সৈয়দ শামীম নির্বাচনে জয়ী লাভ করে। এ নির্বাচনকে কেন্দ্র করেই নয়ন ও রিপনের মধ্যে দ্বন্দ্ব বিরাজমান ছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন রাতে নয়ন খলিফা, মুসা বিশ্বাস সহ অজ্ঞত ৭/৮ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সৈয়দ রিপনের উপরে হামলা চালায়। দাঁড়ালো অস্ত্রের আঘাতে তার শরীরে মারাত্মক জখম হয় বলেও তারা স্বজনরা আরো জানান। পরের স্থানীয় আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি এ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ