সাইদুল ইসলাম, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার চাড়াখালি এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়েছেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো: মোক্তার হোসেন। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে এ অভিযান পরিচালনা করেন। সূত্র জানান, উপজেলার চাড়াখালি এলাকার জনৈক হাবিবুর রহমানের ঘরে স্থানীয় কিছু জুয়ারীরা প্রতিদিন জুয়ার আসর বসায়। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিক্তিতে ইউএনও রাজাপুর থানা পুলিশের এএসআই বদিউজ্জামান সহ সংগীয় ফোর্সদের সাথে নিয়ে অভিযান চালান। অভিযানের টেরপেয়ে জুয়ারীরা পালিয়ে জেতে সক্ষম হয়। তবে এ সময় জুয়া খেলার সহযোগিতার দায়ে বংগীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৩ ধারা অনুযায়ী লুৎফা বেগম (৫০) নামে এক নারীকে অর্থদন্ড করা হয়।
