ঝালকাঠী প্রতিনিধি ::: ঝালকাঠির রাজাপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মহাসিন ফকির (২৩) নামের এক এইচএসসি পরিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় অপর মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মঠবাড়ী মহম্মদদিয়া দাখিল মাদ্রাসা সড়কে এ ঘটনা ঘটেছে।
নিহত মহাসিন ঝালকাঠি আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও ডহরশঙ্কর গ্রামের নাপিতের হাট এলাকার মো. মাসুদ ফকিরের ছেলে। অপর আহত ব্যক্তি হলেন মঠবাড়ি ইউনিয়নের গুদিঘাঠা এলাকার নাসির উদ্দীন (২৬)।
পুলিশ ও স্থানীয়রা জানায়- শুক্রবার দুপুরে মহম্মদিয়া দাখিল মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে মহাসিন ও নাসির নামের দুজন মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গুরুতর আহত হয়। প্রথমে মহাসিনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে শের-ই বাংলা হাসপাতালে পৌঁছিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অপর আহত ব্যক্তি নাসির বরিশাল শের-ই বাংলা হাসপাতালে ভর্তি আছেন।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।