২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
প্রেমে ব্যর্থ হয়ে মানসিক রোগী তালতলীর ইমরান বরিশালে প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় ৩ সহকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা দাফনের ৩৫ দিন পর মানসুরার লাশ উত্তোলন ! মঠবাড়িয়ায় রক্ষণাবেক্ষনের অভাবে হারিয়ে যাচ্ছে ২‘শ বছরের ঐতিহ্য “কুঠিবাড়ি” ভুতুড়ে অমাবস্যা--- বিজন বেপারী গলাচিপার চেয়ারম্যান-ইউএনও জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ও প্রশাসন নির্বাচিত বিশ্ব মানবতার শ্রেষ্ঠতম শিক্ষক হজরত মুহাম্মদ (সা.) --হাফিজ মাছুম আহমদ দুধরচকী বরগুনায় মোটরসাইকেল চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে আটক চোর নিয়ে চুরির মালামাল উদ্ধার পিরোজপুর থানা পুলিশকে ৭০ হাজার টাকা ঘুষ দিয়েও মামলার চার্জশীটে ব্যবসায়ীর নাম

রাজাপুরে বিষখালী যুব কল্যান পরিষদ ও পাঠাগার’র উদ্বোধন

স্টাফ রিপোর্টার :

সৃজনশীল ও বিজ্ঞানমনস্ক মানুষ গড়ে তোলার জন্য রাজাপুরের চল্লিশকাহনিয়ায় বিষখালী যুব কল্যান পরিষদ ও পাঠাগার’র উদ্বোধন। চল্লিশ কাহনিয়া শাহ রুমী বাজারে সোমবার বিকেলে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পাঠাগারের দ্বার উন্মোচন করেন বড়ইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাব উদ্দিন সরু মিয়া। ইদ্রিস আলী মিয়ার সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ ফারুক হোসেন, আব্দুল কুদ্দুস মন্টু শরীফ,মাওলানা সাইয়েদ আলী,ফাতেমা বেগম, হযরত আলী প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন,বিষখালী যুব কল্যান পরিষদ ও পাঠাগার’র প্রতিষ্ঠাতা সাংবাদিক মামুনুর রশীদ নোমানী।উদ্বোধনী অনুণ্ঠানে বক্তারা বলেন, শিশুদের বই পড়তে আগ্রহী করতে হবে। আপনি যদি রাজনীতিতে যাইতে চান যাবেন, আবার কেউ ডাক্তার হয়তে চাইলে ডাক্তার হবেন, কেউ যদি সরকারি চাকুরি করে সাধারন ভাবে জীবন যাপন করতে চান করবেন , কিন্তু আপনি যদি আলোকিত মানুষ হতে চান তাহলে আপনার বই পড়তে হবে।তারা বলেন, আমাদের লক্ষ্য সৃজনশীল ও বিজ্ঞানমনস্ক মানুষগড়ে তোলার আন্দোলন গড়ে তোলা। সেই লক্ষ্যে বইপড়া ছাড়াও সাহিত্য ও সংস্কৃত বিষয়ক উৎসাহী মানুষদের নিয়ে বিষয়ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।এছাড়া ভাষা আন্দোলন, স্বাধীনতার লড়াই, বিজয় দিবসে কুইজ আয়োজন, চলচ্চিত্রের ওপর আলোচনা, কবি সাহিত্যিক, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের স্বীকৃতি স্বরুপ তাদের জন্ম মৃত্যু দিবসসমূহ স্মরণ করা, বনভোজন, মেলার আয়োজন করা হবে। প্রাথমিক পর্যায়ে প্রতিদিন বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত পাঠাগারের কার্যক্রম চলবে বলেও জানানো হয় । সাংবাদিক নোমানীর একান্ত প্রচেষ্টা ও জোরালো উদ্যোগে চল্লিশকাহনিয়া প্রবাসী কল্যান সমিতি ও স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগীতায় পাঠাগারটি স্থাপন করা হয়। আলোকিত প্রজন্ম গড়তে পাঠাগারটি স্থাপন করা হয়েছে। এখানে বসেই বই পড়ার সুযোগ-সুবিধা থাকছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ