রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রির দায়ে আবু সাইদ ও আঃ শুকুর নামে দুই ব্যক্তিকে কারাদন্ড দিয়েছে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো: মোক্তার হোসেন। সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাদেরকে এ দন্ডাদেশ দেওয়া হয়। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলা পূর্ব বাদুরতলা এলাকার জয়নাল খানের ছেলে আবু সাঈদ খান (৩২) ও দক্ষিন বড়ইয়া এলাকার হাফিজুর রহমানের ছেলে আঃ শুকুর (২৫)। সূত্র জানান, উপজেলার বড়ইয়া এলাকার বিষখালি নদী থেকে বিক্রির জন্য অবৈধ ভাবে বালু উত্তোলন করে এনে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় দিচ্ছে এমন খবর পেয়ে ইউএনও, রাজাপুর থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান চালান। এ সময় আবু সাঈদ ও আঃ শুকুর নামে দুইজনকে আটক করে এবং দুইটি বলগেট ও একটি আনলোড ড্রেজার জব্দ করে।
এ বিষয়ে ইউএনও মোঃ মোক্তার হোসেন জানান, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১২ অনুযায়ী আটককৃত দুই জনকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
