রাত্রি জাগার ফল
– মোঃ ইমাদ মুসা
দেখতে দেখতে মোবাইল পিঠে
কয়টা গিয়েছে বেজে,
তাকিয়ে দেখছি রাতের একটা
ঘরির কাঁটার লেজে।
ভাবছেন বুঝি, কথাও কইছি
ফেসবুক, ইমু লয়ে,
না রে ভাই নয় এমন করিনি
হয়না এমন দ্বয়ে।
প্রযুক্তি যুগে কেড়ে নিছে ঘুম
মানুষের চোখ থেকে,
দিন নাই রাত করে একসাথ
যাইতে পারে না রেখে।
খারাপের দিকে করছে ইউজ
যৌবন স্রোত বেগে,
চুপিচুপি যেন চালে ইনবক্স
কামুক রয়েছে লেগে।
তবু আমাদের পড়াশোনা থেকে
নিয়েছে অনেক দূরে,
মাঠে খেলা নেই সারাদিন যেন
থাকে মোবাইল জুড়ে।
সময়ের কাঁটা হলো বহুদূর
রাত্রি যাপনে আজ,
বেশি রাত জাগা স্বাস্থ্যের ক্ষতি
থাকুক যতই কাজ।