২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেনের দাফন সম্পন্ন

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীর কেউন্দিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মো. এনায়েত হোসেন তালুকদার (৬৮) মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহে—–রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মঙ্গলবার বিকেলে কাউখালীর কেউন্দিয়া বায়তুল আমান জামে মসজিদের পাশের্^ গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন বীরমুক্তিযোদ্ধা মো. এনায়েত হোসেন তালুকদার।
এর আগে আছরবাদ কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এর আগে বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেনকে গার্ড অব অনার দেওয়া হয়। এসময় রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা.খালেদা খাতুন রেখা। এছাড়া আরও উপস্থিত ছিলেন কাউখালী থানা পুলিশের একটি চৌকস দল ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ