১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বিসিসি থেকে বেতন নেন সাবেক মেয়রের বাসার কাজের লোক উজিরপুরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদকের নামে হ*ত্যাচেষ্টা মামলা ঝালকাঠি সদর হাসপাতাল : ফিল্ম না থাকায় দেড় মাস ধরে এক্স-রে সেবা বন্ধ মঠবাড়িয়া বিএনপি নেতা দুলালকে দল থেকে বহিষ্কার বরগুনায় ছাত্র আন্দোলন সমন্বয়কদের মধ্যে সং*ঘ*র্ষ, আ*হ*ত ৪ হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চাইলে প্রতিদিন বাদাম খান পটুয়াখালীতে জমির বি*রোধে ছোট ভাইয়ের হাতের কব্জি কে*টে নিলো বড় ভাই বরিশালে মিলল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ম*রদেহ, পরিবারের দাবি হ*ত্যা বরিশালে ৮ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা আটক বরিশালে এসএসসির সিলেবাস কমানোর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রায়গঞ্জের বৃদ্ধ বাবুল আক্তার  হুইলচেয়ার পেয়ে আত্মহারা 

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সেলিম শিকদার সিরাজগঞ্জঃ-
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়ায়

একটি হুইল চেয়ারের অভাবে বাবুল আক্তার নামের একজন অসহায় বৃদ্ধের মানবেতর জীবনযাপন’ শিরোনামে বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিক এবং অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

সাংবাদিকদের সহায়তায় সংবাদ প্রকাশের পর রায়গঞ্জের বৃদ্ধ বাবুল আক্তার পেলেন মানবিক সহায়তা।চলাফেরায় ক্ষমতা হারানো সেই বাবুল আক্তার (৫৭) এই হুইলচেয়ার পেয়ে তিনি আত্মহারা। 

গত (২ সেপ্টেম্বর ২০২৪) সোমবার বিকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকার পণ্যগৃহ ডট শো রুমের পক্ষ থেকে  তাকে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়।

সাংবাদিকদের সহায়তায় শিরোনামে প্রকাশিত সংবাদে একটি হুইল চেয়ারের অভাবে বৃদ্ধার মানবেতর জীবনযাপন’। 

প্রকাশিত সংবাদের বিষয়টি নজরে আসলে লিপি ফাউন্ডেশনের স্বত্বাধিকারী মানবতার ফেরিওয়ালা লিপি সুলতানা যোগাযোগ করে 
বৃদ্ধ বাবুল আক্তারকে হুইলচেয়ার খানি তুলে 

দেওয়ার কথা জানান। 

সরকারি বেগম নুরুণনাহার তর্কবাগীশ অনার্স কলেজের প্রভাষক এম আব্দুল্লাহ সরকার ও গণমাধ্যম কর্মী সাইদুল ইসলাম আবির হুইল চেয়ারটি বৃদ্ধ বাবুল আক্তারের হাতে তুলে দেন।

হুইলচেয়ার পেয়ে খুশি হয়ে বাবুল আক্তার বলেন, ‘ধন্যবাদ জানাই লিপি ফাউন্ডেশনের লিপি সুলতানা আপাকে, তিনি আমার মতো একজন অচল মানুষকে হুইলচেয়ার দিলেন। সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাই তাদের  সংবাদের জন্য আমি সাহায্য পেয়েছি। তারা যেন সব সময় এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়ায়।’ 

লিপি ফাউন্ডেশনের স্বত্বাধিকারী লিপি সুলতানা বলেন, ‘মানুষকে সাহায্য করতে পারলে আমি আত্মতৃপ্তি পাই। যতোদিন বেঁচে থাকবো এভাবেই যেন অসহায় মানুষের পাশে থাকতে পারি।’

তিনি আরো বলেন, ‘আমি সংবাদটি দেখার পর ব্যক্তিগতভাবে সাংবাদিক ভাইকে ফোন করি। একটি মানুষ হুইলচেয়ারের জন্য কষ্ট করছে। তাকে উপকার করতে পারলে নিজের কাছেই ভালো লাগবে। এই মানবতার দৃষ্টিকোণ থেকে নিজে উদ্ভুদ্ধ হয়ে তাকে সাহায্য করেছি। আমি মনে করি সমাজের প্রতিটি বিত্তবানদের উচিত সমাজের প্রতিটি গরীব-দুঃখীদের পাশে দাঁড়ানো।

সর্বশেষ