২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

রিয়া’র প্রেমে অনেক ঝাল

এ আল মামুন, বিনোদন ডেস্কঃ

মুক্তি পেতে যাচ্ছে কন্ঠশিল্পী রিয়ার নতুন গান ‘প্রেমে অনেক ঝাল’। চটুলধর্মী রোমান্টিক ঘরানার এই গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। কাইয়ুম খানের সুরে গানটির সংগীতায়োজন করেছেন তুহিন আহমেদ আল আমিন। রাজ বিশ্বাস শংকরের পরিচালনায় গানটির ভিডিওতে অভিনয় করেছেন হামজা খান ও সাবরিনা কানিজ। গানের র‍্যাপ অংশের কন্ঠ দিয়েছেন স্লিম কিড।

নিজের নতুন গান প্রসঙ্গে রিয়া বলেন, ‘গানটি এই সময়ের তরুণদের জন্য করা। প্রিয় গীতিকার জীবন ভাইয়ের কথায় কাইয়ুম ভাইয়ের সুর গানটিতে অন্যরকম প্রাণ নিয়ে এসেছে। আর ভিডিওটিও দারুন অ্যারেঞ্জমেন্টে করা। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

প্রেমে অনেক ঝাল চলতি সপ্তাহেই প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের ব্যানারে মুক্তি পেতে যাচ্ছে। এর বাইরে আরো একাধিক অডিওর কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান কন্ঠশিল্পী রিয়া।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ