বরিশাল বাণী: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৮ বরিশাল এর অভিযানে ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গতকাল ২ আগস্ট দুপুরে পিরোজপুরের নাজিরপুর থানার বৈবুনিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫০ (দুই শত পঞ্চাশ) গ্রাম গাঁজা এবং ০২ (দুই) লিটার বাংলা মদ উদ্ধার করে র্যাব-৮। আটককৃতরা হলো, (১) মোঃ সুমন শেখ(২৫), পিতাঃ সনাতন মন্ডল, (২) সুজিত বিশ্বাস(২২), পিতাঃ মৃত সুরেশ বিশ্বাস, (৩) জয় হালদার(২১), পিতাঃ দিলীপ হালদার, সর্ব সাং- বৈবুনিয়া, ডাকঘর- মাটিভাঙ্গা, থানাঃ নাজিরপুর, জেলাঃ পিরোজপুর ।
পরে র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ নুর ইসলাম বাদী হয়ে পিরোজপুর জেলার নাজিরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।