বরিশাল বাণী: র্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ রাতে দুজন জেএমবির সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। মাদারীপুরের শিবচর থেকে একজন এবং ঢাকার কালিকগঞ্জ থেকে আরেকজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, (ক) মোঃ ফারুক হোসেন(৩২), পিতা-আব্দুল মালেক হাওলাদার, সাং-চর কাছিকাটা, পোঃ- পল্লী কুমেড় পাড়, থানা-শিবচর, জেলা-মাদারীপুর।
(খ) মেহেদী হাসান @নোভেল(২৫), পিতা-নুরুল আলম, সাং-টামটা, পোঃ-রামগঞ্জ, থানা-রামগঞ্জ, জেলা-ল²ীপুর।
