২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

লকডাউনের ৭ম দিনে ব্যাপক তৎপর গলাচিপা উপজেলা প্রশাসন

তারিখঃ ২৯ জুলাই ২০২১

 

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় ৭ম দিনের লকডাউনে ব্যাপক তৎপর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। অন্যান্য দিনের মত কঠোর লকডাউন বাস্তবায়নে ৭ম দিন বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা ১১টার পর গলাচিপায় উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ ভাবে মহড়া দিয়েছেন। শহরের প্রধান সড়কসহ অলিগুলিতেও টহল দিতে দেখা গেছে। পৌর শহরের বিভিন্ন স্থানে আইন শৃংখলা বাহিনী সদস্যরা অভিযান চালায়। অভিযানকালে শহরে রিক্সা, মোটর সাইকেল ও গাড়ী থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তায় বের হওয়ার কারণ জিজ্ঞাসা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার বলেন, লকডাউন বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত জেল ও জরিমানা করা হচ্ছে।

 

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ