২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় এক ব্যবসায়ীকে ৭ দিনের কারাদন্ড

হারুন অর রশিদ,
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার তালতলীতে লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে মোঃ সোহাগ (৩৫) নামের এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।

গতকাল (শনিবার) রাত দশটার দিকে তালতলী উপজেলা শহরের ইলেকট্রনিক্স ব্যবসায়ী মোঃ সোহাগ লকডাউন অমান্য করে তার ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও তালতলী উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) মোঃ কায়সার হোসেন সেখানে উপস্থিত হয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলার বিষয়টি জানতে চায়। ব্যবসায়ী তার প্রতিষ্ঠান খোলা রাখার যৌক্তিক কোন উত্তর দিতে না পাড়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ৭ দিনের দন্ড প্রদান করেন।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কায়সার হোসেন মুঠোফোনে বলেন, লকডাউন উপেক্ষা করে ব্যবসা পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোঃ সোহাগ নামের এক ব্যবসায়ীকে ৭ দিনের কারাদন্ডাদেশ এবং আরো ৬ জনকে ৬২০০ টাকা জরিমানা করা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ