১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লালমোহনে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

অনলাইন ডেস্ক :: ভোলার লালমোহনে খেলতে গিয়ে পুকুরে ডুবে মো. সাঈদ (৫) ও মীম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রুস্তম আলী মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সাঈদ ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ডের রুস্তম আলী মেম্বার বাড়ির মো. শাহিনের ছেলে ও মীম একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো. জাকির হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে সাঈদ নামে শিশুটির সাথে নানার বাড়ি বেড়াতে আসা মীম বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে বাড়ির পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন দীর্ঘ সময় দেখতে না পেয়ে তাদের খোঁজাখুঁজি করে। একপর্যায়ে বাড়ির পুকুরে তাদের ভাসতে দেখে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ