ভোলা প্রতিনিধি :: ভোলার লালমোহনে জমি নিয়ে বিরোধের জের ধরে সাজাহার (৭০) নামে বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের রায়রাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বৃদ্ধের স্ত্রী বানু বাবি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, জাহাঙ্গীর সর্দারের সঙ্গে শাজাহানদের জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধকে কেন্দ্র করে শাহাজানের বসতঘরের পেছনে থাকা জমি দখলের পায়তারা চালায় জাহাঙ্গীর। এর ধারাবাহিকতায় বুধবার সকালে ওই জমিতে মাটি কাটতে থাকে জাহাঙ্গীর ও তার লোকজন। এ নিয়ে বাধা দিতে গেলে বৃদ্ধ শাহাজান মিয়াকে মারধর করে তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ সংক্রান্ত একটি মামলা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলায় মর্গে পাঠানো হয়েছে। মামলায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।