ভোলা প্রতিনিধি ::: ভোলার লালমোহনে মাগরিবের নামাজের সালাম ফেরাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আবু তাহের মাস্টার নামে এক মুসল্লি।
বুধবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া মধ্য বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে। মৃত ৬৫ বছর বয়সী তাহের একই উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের সাদাপোল এলাকার মাস্টার বাড়ির বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী বাজার ব্যবসায়ী পারভেজ খলিফা বলেন, মাগরিবের নামাজের সালাম ফেরাতেই হঠাৎ মসজিদের ফ্লোরে পড়ে যান তাহের। পরে স্থানীয় এক চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। স্ট্রোকজনিত কারণে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবরটি শুনেছি। তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন বলে জানতে পেরেছি।