ভোলা প্রতিনিধি ::: ঢাকা থেকে ছেড়ে আসা ভোলার লালমোহন নৌরুটের একটি লঞ্চে ফুটফুটে এক কন্যাসন্তান প্রসব করেছেন সাহিদা বেগম নামে এক গৃহবধূ। লঞ্চে সন্তান জন্মের কারণে ওইদিনের লঞ্চ ভাড়া মওকুফ এবং গৃহবধূ ও তার কন্যাসন্তানের আজীবন যাতায়াত ভাড়া ফ্রি করেছেন লঞ্চ কর্তৃপক্ষ।
বুধবার (১২ জুন) লালমোহন নৌরুটের চলাচলকারী এমভি গ্লোরি অব শ্রীনগর-৮ লঞ্চে কন্যাসন্তান প্রসব করেন ওই নারী।
সাহিদা বেগম ও তার স্বামী শাহীন লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির বাসিন্দা।
এমভি গ্লোরি অব শ্রীনগর-৮ লঞ্চের কেবিন ইনচার্জ মো. সুমন বলেন, ওই নারী এবং তার স্বামী ঢাকা থেকে আমাদের লঞ্চের ডেকে করে লালমোহনের উদ্দেশে রওনা করেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই সাহিদা বেগমের প্রসব বেদনা উঠলে তারা বিষয়টি আমাদের জানান। পরে আমরা তাকে লঞ্চের একটি কেবিনে নিয়ে যাই।
তিনি বলেন, এরপর লঞ্চে কোনো ডাক্তার বা নার্স রয়েছে কি না খোঁজ নিই। খোঁজাখুঁজির একপর্যায়ে একজন চিকিৎসকের সন্ধান পাওয়া যায়। ওই চিকিৎসকের সঙ্গে কয়েকজন নারী প্রসূতি সাহিদাকে সন্তান প্রসব করাতে এগিয়ে আসেন। তাদের প্রচেষ্টায় প্রসূতি সাহিদা বেগম একজন ফুটফুটে কন্যাসন্তান প্রসব করেন।
এমভি গ্লোরি অব শ্রীনগর-৮ লঞ্চের পরিচালক মো. নাইম খান বলেন, লঞ্চে সন্তান প্রসব করা ওই প্রসূতিসহ তার স্বামীর ওইদিনের ভাড়া মওকুফ করেছি। এ ছাড়া আমাদের লঞ্চে ওই প্রসূতি মা এবং শিশুর আজীবন ফ্রিতে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।