ইয়াছিনুল ঈমন, ভোলা প্রতিনিধি।
ভোলার ভেদুরিয়া লায়ন্স একাডেমী ক্লাবকে ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ আবুল কালাম আজাদ এর পক্ষ থেকে টেলিভিশন প্রদান করা হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রবিবার (১২সেপ্টেম্বর) দুপুরে তার কার্যালয়ে ভেদুরিয়া লায়ন্স একাডেমী ক্লাবকে টেলিভিশন প্রদান করেন।
এ সময় তিনি বলেন, মানুষের শারীরিক শক্তি ও সক্ষমতা বৃদ্ধির জন্য খেলাধুলা অত্যন্ত জরুরী।অবসর সময়ে বাহিরে অকারনে সময় নষ্ট না করে নিয়মিত খেলাধুলা করলে আমাদের শরীর ও মন ঠিক থাকবে।তিনি আরও বলেন,মাদক ছেড়ে খেলায় মনোনিবেশ করতে বিদেশী খেলা দেখার বিকল্প নেই। খেলা দেখে নিজেরা শিখতে পারে সে লক্ষ্যে এ টেলিভিশন প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি নজরুল ইসলাম গোলদার, সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন সহ অন্যান্য কর্মকর্তা রবিন চৌধুরী, কাজী বাবু, মোঃ ফারুক হোসেন, মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।