১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

লায়ন্স একাডেমী ক্লাব‌কে টেলিভিশন উপহার দিলেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ 

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ইয়াছিনুল ঈমন, ভোলা প্রতিনিধি।

ভোলার ভেদু‌রিয়া লায়ন্স একা‌ডেমী‌ ক্লাব‌কে ভোলা জেলা অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ আবুল কালাম আজাদ এর পক্ষ থেকে টেলিভিশন প্রদান করা হয়েছে।

জেলা ক্রীড়া সংস্থার স‌হযো‌গিতায় রবিবার (১২‌সে‌প্টেম্বর) দুপু‌রে তার কার্যাল‌য়ে ভেদু‌রিয়া লায়ন্স একা‌ডেমী‌ ক্লাব‌কে টে‌লি‌ভিশন প্রদান ক‌রেন।

এ সময় তি‌নি ব‌লেন, মানুষের শারীরিক শক্তি ও সক্ষমতা বৃদ্ধির জন্য খেলাধুলা অত্যন্ত জরুরী।অবসর সময়ে বাহিরে অকারনে সময় নষ্ট না করে নিয়মিত খেলাধুলা করলে আমাদের শরীর ও মন ঠিক থাকবে।তিনি আরও বলেন,মাদক ছে‌ড়ে খেলায় ম‌নো‌নি‌বেশ কর‌তে বি‌দেশী খেলা দেখার বিকল্প নেই। খেলা দে‌খে নি‌জেরা শিখ‌তে পা‌রে সে ল‌ক্ষ্যে এ টে‌লি‌ভিশন প্রদান করা হয়।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপ‌তি নজরুল ইসলাম গোলদার, সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন সহ অন‌্যান‌্য কর্মকর্তা র‌বিন চৌধুরী, কাজী বাবু, ‌মোঃ ফারুক হো‌সেন, মোঃ ম‌নিরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ