২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

লিবিয়ায় বেড়েই চলেছে লাশের স্তূপ

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলে ঘূণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বৃষ্টি ও বন্যায় বেড়েই চলেছে লাশের স্তূপ। এরই মধ্যে মৃতের সংখ্যা ১১ হাজার ৩০০ জনে পৌঁছেছে।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঝড়ের পর প্রবল ওই বৃষ্টিতে বাঁধ ভেঙে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে দেশটির পূর্বাঞ্চলীয় দারনা শহর।

কোনো কিছু বুঝে উঠার আগেই বাঁধ ভেঙে শহরে ঢুকে পড়া পানিতে ভেসে যান অনেকে। এখন সেসব মানুষের আত্মীয়-স্বজনরা তাদের লাশ খুঁজে বেড়াচ্ছেন। এ ঘটনায় শুধু দারনা শহরেই মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সময় যত যাচ্ছে, ততই বেড়ে চলেছে লাশের স্তূপ। এই অবস্থায় উদ্ধার তৎপরতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কিন্তু কেন বিঘ্ন হচ্ছে উদ্ধার কাজ?

জানা গেছে, উদ্ধারকাজ বিঘ্ন হওয়ার একটি কারণ রাজনৈতিক। লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে দুটি সরকার রয়েছে দেশটিতে। একটিকে সমর্থন করে পশ্চিমারা। আরেকটি হল লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকার। এই রাজনৈতিক বিভাজনের কারণে উদ্ধারকাজে গতি আসছে না। ফলে বিঘ্ন হচ্ছে লাশ উদ্ধারের প্রক্রিয়া। এতে পঁচে গলে যাচ্ছে মৃতদেহগুলো।  সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ