শহীদ আহ্সান উল্লাহ্ মাস্টার এর ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ ও বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম এর যৌথ উদ্যোগে ৮ নভেম্বর সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও শহীদ আহ্সান উল্লাহ্ মাস্টার এমপি স্মৃতি পরিষদের সহ-সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। শহীদ আহ্সান উল্লাহ্ মাস্টার এমপি স্মৃতি পরিষদের প্রধান পৃষ্টপোষক মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ হাসান রাসেল এমপি এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কর্নেল (অবঃ) ফারুক খান এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূইয়া। শহীদ আহ্সান উল্লাহ্ মাস্টার এমপি স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান এর সঞ্চালনায় পেশাজীবী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা শেষে শহীদ আহ্সান উল্লাহ্ মাস্টার এর আত্মার মাগফেরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
