২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক !

অনলাইন ডেস্ক : শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক মারিয়া রোসা ও দিমিত্রি মুরাতভ । বাক স্বাধীনতা রক্ষার অসামান্য অবদানের জন্য এই সম্মান অর্জন করেছেন তারা। নোবেল কমিটি বলেছে, গণতন্ত্র এবং স্থায়ী শান্তির পূর্ব শর্তই বাক স্বাধীনতা। মারিয়া রোসা ফিলিপাইনের ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ। নোবেল কমিটির চেয়ার ব্রেইট রাইস-অ্যান্ডারসন বলেন, শান্তি প্রতিষ্ঠায় অসামান্য ত্যাগ স্বীকার করা সাংবাদিকরা সর্বোচ্চ সম্মান পাওয়ার যোগ্য। তাদের প্রতিনিধি হিসেবে এ দুজনের হাতে পুরস্কার তুলে দিতে পেরে নোবেল কমিটি সম্মানিত বোধ করবে। ১৯০১ সাল থেকে বিশ্বব্যাপী শান্তিপ্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। মাঝে বিশ্বযুদ্ধের বছরগুলোতে পুরস্কার দেওয়া বন্ধ ছিল। ২০২০ সাল পর্যন্ত মোট ১০১বার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। আর এ পুরস্কার জিতে নিয়েছেন ১৩৫ বিজয়ী, যাদের মধ্যে রয়েছেন ১০৭ জন ব্যক্তি ও ২৮টি প্রতিষ্ঠান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ