নিজস্ব প্রতিবেদক ::বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদে,ইউনিয়ন আ’শীগ ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোমবার বেলা এগারো টায়, বাংলাদেশ আওয়ামী মহিলালীগের অন্যতম কেন্দ্রীয় উপদেষ্টা,দক্ষীন বঙ্গের আওয়ামী রাজনীতির অবিভাবক আলহাজ্ব আবুল হাসান আল হাসানাত আব্দুল্লাহ (এম পি )সহ র্ধমীনি বীর মুক্তিযোদ্ধা,শহীদ জননী,মরহুমা শাহানা আরা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায়,মিলাদ ও দোয়া মাহফিল উনিষ্ঠিত হয়,উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিকারপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মো :ছরোয়ার হোসেন,ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল রহিম মাষ্টার,সাধারন সম্পাদক মো নজরুল ইসলাম মাঝী,ইউনিয়ন যুবলীগ সভাপতি মো :মাহাবুব ইসলাম বাদল,উজিরপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক,নাজমুল হক মুন্না,ইউপি সদস্য মো আশ্রাফ হোসেন রাঢ়ী,মো :সেলিম মুন্সি,মো জুবায়ের মীয়া,মো :ফরীদ হোসেন,মো :ইউছুফ হোসেন,মোসাম্মৎ শিউলি বেগম,মাহামুদা বেগম সহ ওয়াড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
