নিজস্ব প্রতিবেদক : বরিশালে ছোট্ট শিশু রিয়ান এর লজ্জা স্থান ধরে টান দেওয়ার প্রতিবাদ করায় তার দুই ভাই মিল্টন কাজী (৩০) ও রাব্বি কাজী(২৫) কে মারধর করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাত ৯ টায় বন্দর থানাধীন ২ নং ওয়ার্ড চানপুরা গ্রামের মসজিদ বাড়ির স্টানের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হল ওই গ্রামের বাসিন্দা মোসলেম কাজির দুই ছেলে। আহত মিল্টন কাজী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা রয়েছে এবং রাব্বি কাজী কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত সূত্রে জানা যায়, ঐদিন রাতে একই এলাকার বাসিন্দা মৃত আনসার আলী হাওলাদার এর ছেলে ফরিদ হাওলাদার রিয়ানের লজ্জাস্থান (লিঙ্গ) ধরে টান দেয়। এতে ব্যথা পেয়ে রিয়ান কান্নাকাটি শুরু করে। এতে রিয়ানের বড় ভাইরা জিজ্ঞেস করলে তাদেরকে দেশিও অস্ত্রশস্ত্র দিয়ে ফরিদ হাওলাদার ভাই হুমায়ন মামাতো ভাই লিটন ও কবির সহ অজ্ঞাত ২/৩ জন সন্ত্রাসীরা এ হামলা চালায়। পরে স্থানীয়রা আহতদের কে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করে। এ বিষয়ে মামলা দায়ের কররা প্রস্তুতি চলছে।
