এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ধর্ষণের শিকার হয়েছে প্রাইমারী স্কুলের এক শিশু। এ ঘটনায় সোহেল নামের এক আসামিকে আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। ঘুঘু পাখি দেখানোর প্রলোভন ও চকলেট কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে ধর্ষণ করে সোহেল। গ্রেফতারকৃত সোহেল (৪০) আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত মওলা বক্সের ছেলে। শনিবার (৭ই নভেম্বর) সন্ধ্যার সময় অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, নির্যাতনের শিকার হওয়া ওই শিশুটি গত বুধবার (৪ই নভেম্বর) বিকালে এক প্রতিবেশীর বাড়ি থেকে নিজ বাড়িতে যাচ্ছিলো।
পথিমধ্যে শিশুটিকে থামিয়ে ঘুঘু পাখি দেখানোর কথা বলে একটি পানবরজে নিয়ে যেয়ে তাকে ধর্ষণ করে সোহেল নামের ওই নরপিশাচ। বাড়ি যেয়ে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার মাকে জানায় নির্যাতিত শিশুটি। শনিবার সকালে পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। দুপুরে শিশুটির চাচা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে দ্রুত পদক্ষেপ নিয়ে শনিবার সন্ধ্যায় আসামিকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির।