অনুভূতির ছোঁয়া
—শুভজ্যোতি মন্ডল মানিক
যদি ঘুম ভেঙে যায়
গহীন রাতে হঠাৎ-ই ওঠো জেঁগে,
বুঝে নিও আমি এসেছি;
স্বপ্নের সিঁড়ি বেয়ে নাম ধরে ডেকেছি।
যদি দক্ষিণা মলয়ে
এলোকেশ দোল খেলে কর্ণলতিকায়,
শাড়ী অঞ্চলে পবন উজানে ধায়;
ভেবে নিও গোঁপণ অনুভূতি তোমাকেই ছুঁয়ে দেয়।
যদি দেখো কাননে
ফুল আসরে পাখির মেলা,ভেবে নিও
হৃদানুভবে তুমিময় আহ্লাদে ভাসছি;
লুকোচ্ছলে মুখপানে চেয়ে মিটিমিটি হাসছি।
তোমার উঠোনে যদি খুঁজে পাও
রৌদ্র মেঘের আলাপন,
ভেবে নিও হৃদে তুমিময় জলছবি আঁকি;
ভালোবেসে তোমায় দু’হাত বাড়িয়ে কাছে ডাকছি।
যদি একরাশ মলিনতায় ভাসো
অনুভবে সুঁতো ছেড়া টান
জাঁগে মনে,জেনে নিও উথলানো ব্যথায়
কুঁকড়ে উঠি;স্মৃতির ঘাটে ডুবি আর ভাসি।
যদি খুঁজে পাও অসময়ে আষাঢ়
শ্রাবণের বারি ধারা আঙিনায়,
বুঝে নিও একদমই ভালো নেই;মলিন বদনে
ভেবে ভেবে তোমায় গুমোট কান্নায় জমাট আঁখি।
শুভজ্যোতি মন্ডল মানিক(শিক্ষক), মোড়েলগঞ্জ-বাগেরহাট।