৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে ধ*র্ষ*ণের প্রতিবাদ করায় মা ও ফুফুকে মা*রধ*র আ.লীগকে নিষিদ্ধ-স*ন্ত্রা*সীদের বিচারের দাবিতে বরিশালে ছাত্র আন্দোলনের মশাল মিছিল বঙ্গোপসাগরে ট্রলারে জলদস্যুদের হা*ম*লা, গু*লিবি*দ্ধ ৩ টিয়া মনির কোচিংয়ে যাওয়া হলোনা পথিমধ্যে ইজিবাইকের চাকায় ওড়না পেচিঁয়ে প্রাণ গেলো ভোলায় ৫ কবরের লা*শ-কাফনের কাপড় চু*রি কলাপাড়ায় অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃ*ত্যু গলাচিপায় মুঃ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি কমপ্লেক্সের শুভ উদ্বোধন তালতলীতে ২ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ! বাউফলে বিএনপির জনসভায়  তারেক রহমানের ৩১ দফা মেরামত উপস্হাপন। বরিশাল পলিটেকনিকের নবীনদের বরণ করেছে ইসলামী ছাত্র শিবির

শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করতে হবে : পিরোজপুরে শেখ পরশ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি ::: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করতে সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। শনিবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগ আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শেখ ফজলে শামস পরশ বলেন, ‘যুবলীগকে যেকোনো মূল্যে বঙ্গবন্ধুর কন্যার অর্জনগুলো নির্ণয় করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র আমাদের রাজপথে মোকাবিলা করতে হবে। শেখ হাসিনা একজন আত্মপ্রত্যয়ী মানবতাবাদী এবং দূরদর্শী নেতৃত্ব হিসেবে নিজেকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন। তিনি গণমানুষের নেতা থেকে আজকে বিশ্বনেতায় পরিণত হয়েছেন। কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন, শেখ হাসিনা এই বাংলাদেশের জন্য এক অপরিহার্য। শেখ হাসিনার কোনো বিকল্প নাই।’

এ সময় যুবলীগ চেয়ারম্যান আরও বলেন, ‘বিএনপি-জামায়াত সরকার এদেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল। শেখ হাসিনার সরকার জঙ্গিবাদ এ দেশ থেকে নির্মূল করে দিয়েছে। ক্ষমতার লোভে মিথ্যাচার ও অপপ্রচারের অপরাজনীতি বন্ধ করেছে। বিএনপির অপরাজনীতির একটা বৈশিষ্ট্য হচ্ছে– পরনির্ভর রাজনীতি।’

পিরোজপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি–বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

সম্মেলনে জেলা যুবলীগের সভাপতি আকতারুজ্জামান ফুলুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাঈনুল হোসেন খান নিখিল এমপি।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এ কে এম এ আউয়াল, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শ. ম. রেজাউল করিম, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শেখ নবীরুজ্জামান বাবু, আইটি সম্পাদক এস আই আহম্মেদ সৈকত প্রমুখ।

সর্বশেষ