২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শেবাচিমের আলোচিত করোনাযোদ্ধা ‘বায়েজিদ’ এর উপর সন্ত্রাসী হামলা !

বরিশাল বাণী:  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবামেক) হাসপাতালের আলোচিত করোনাযোদ্ধা, প্যাথলজী বিভাগের অফিস সহায়ক মোঃ বায়েজিদ এর উপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৮ সেপ্টেম্বর (সোমবার) বিকেল চারটার দিকে বরিশাল শহরের ব্যাপ্টিষ্ট মিশন গলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত কর্মচারী বায়েজিদকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহ আল বায়েজীদ বলেন, আমি শেবামেক হাসপাতালের প্যাথলজী বিভাগে অফিস সহায়ক হিসেবে কর্মরত রয়েছি। কয়েকদিন আগে ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) কতিপয় শিক্ষার্থী হাসপাতালের প্যাথলজী বিভাগে জোরপূর্বক প্রবেশ করে আমাকে মারধর করে। মারধরের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটিও গঠন করেছে। গতকাল দুপুরে নগরীর ১১ নং ওয়ার্ড ব্যাপ্টিষ্ট মিশন গলি দিয়ে আসার সময় কয়েকজন মিলে আমাকে মারধর করে। মারধরে অংশ নেয় আইএইচটির শিক্ষার্থী ঈমন,ইপ্তি,সাকিবসহ ৮/১০ জন যুবক। একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।
তবে এ ঘটনায় অভিযুক্ত আইএইচটির শিক্ষার্থীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আহতের বড় ভাই মোঃ মারুফ হোসেন বলেন, চিকিৎসা শেষে হামলার ঘটনায় আমরা থানায় মামলা দায়ের করবো।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ