৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ১০ রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে বিগত ২৪ ঘণ্টায় আরও ১০ রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২১৭ রোগী। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে শনাক্তের হার কিছুটা কমে ৫১.৮৫ ভাগে নেমেছে।

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে ১০ রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছে ৪৫ রোগী। করোনা ওয়ার্ড থেকে বিগত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ২৮ জন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিৎিসাধীন ছিল ২১৭ রোগী।

এদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বুধবার রাতে প্রকাশিত সবশেষ রিপোর্টে ১৮৯ নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫১.৮৫ ভাগ।

এর আগে মঙ্গলবার রাতে পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা শনাক্তের হার ছিল ৬৯.৬৭ ভাগ এবং সোমবারের রিপোর্টে শনাক্ত হয়েছে সর্বাধিক ৭৩.৯৩ ভাগ।

গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে মোট ৭৯৬ রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২১৮ জন করোনা পজিটিভ ছিল।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ