২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও তিনজনের মৃত্যু

অনলাইন ডেস্ক :: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে একদিনে তিনজন রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলো ৪২জন রোগী।

এদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল শুক্রবার রাতে সব শেষ নমুনা পরীক্ষায় ৬.৪৫ ভাগ করোনা শনাক্ত হয়েছে।

মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত শুক্রবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৪২ জন রোগী। একদিনে চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৫ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৮ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। এছাড়াও চিকিৎসাধীন অবস্থায় তিনজন রোগীর মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে দুইজন রোগীর মৃত্যু হয়।

এর আগের দিন বৃহস্পতিবার ৪.৪৫ ভাগ, বুধবার ১.৭৮ ভাগ, মঙ্গলবার ১১.৭৬ ভাগ, সোমবার ৪.৪৬ ভাগ, রবিবার ৭ ভাগ এবং গত শনিবার ৪.৭৬ ভাগ করোনা শনাক্ত হয়।

গত ১৮ সেপ্টেম্বর পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বনিম্ন ১.১১ ভাগ করোনা শনাক্ত হয়। গত বছরের ৮ এপ্রিল বরিশালে পিসিআর ল্যাব চালুর পর সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয় গত ৫ জুলাই।

গত বছরের ১৭ মার্চ মেডিকেলে করোনা ওয়ার্ড চালুর পর থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত সেখানে ভর্তি হয়েছেন ৭ হাজার ২শ’ ৩৬ জন রোগী। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজায় ৩শ’ ৯১ জন রোগীর মৃত্যু হয়েছে বলে পরিচালক কার্যালয় থেকে জানা যায়।

সূত্রঃ বিডি প্রতিদিন

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ