১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

শেবাচিমের করোনা ওয়ার্ডে ১জনের মৃত্যূ! ভর্তি আছে ১২ জন

বরিশাল বাণী: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় একজন রোগীর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন ১২ জন রোগী। যা চলতি বছরের গত মে মাসের পর সর্বনিম্ন।
হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গতকাল শনিবার (৬ নভেম্বর) শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১৩ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ২ জন রোগী। এই সময়ে ২ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় একজন রোগীর মৃত্যু হয়েছে।
এদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে শনিবার রাতে সবশেষ নমুনা পরীক্ষায় ৬০ জনের মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১.৬৬ ভাগ। গত বছর ১৭ মার্চ শেবাচিম হাসপাতালে করোনা ওয়ার্ড চালুর পর এখন পর্যন্ত সেখানে ৭ হাজার ৩৭৩ জন রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে ১ হাজার ৪৩০ জনের মৃত্যু হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ