৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
মৃত্যুর প্রথম রাত কেমন হবে ! নৌকা প্রতিকের মনোনয়নপত্র দাখিল করলেন এস এম শাহজাদা পিরোজপুর-৩ আসনে লাঙ্গল পেলেন না ৪ বারের এমপি, হবেন স্বতন্ত্র প্রার্থী বরিশালে বন্ধ করে দেয়া হলো দোকানে পাম্প বসিয়ে তেল বিক্রি অবরোধ সফল ও হরতাল পালন করতে বরিশাল মহানগর বিএনপি মশাল মিছিল বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন প্যানেল চেয়ারম্যান ১ আলহাজ... পটুয়াখালী-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল বরিশালের ছয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৭ প্রার্থী বরিশালে অটোপাসের আশ্বাসে শিক্ষার্থীদের নিয়ে মিছিলে প্রধান শিক্ষক! বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন প্যানেল

শেবাচিমের ছাত্রছাত্রীরা দেশ-বিদেশে সুনামের সাথে কাজ করছেন: ডা. শারফুদ্দিন আহমেদ

বাণী ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) র‌্যালি, কেক কাটাসহ নানা আয়োজনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
‘শেবাচিমের প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষে আজ সোমবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বক্তব্যে বিএসএমএমইউ ভিসি বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ দেশের ঐতিহ্যবাহী মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। শেবাচিম প্রাক্তন ছাত্র সমিতিও একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের মাধ্যমে দেশের মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প, মেধা বৃত্তি প্রদান, বার্ষিক বনভোজন আয়োজন, স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, সংশ্লিষ্ট সকলে মিলে সৌহার্দ্য, সম্প্রীতির সাথে এই সংগঠনের কার্যক্রমকে বাস্তবায়ন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজকে আরও সামনের দিকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শেবাচিমের প্রাক্তন ছাত্র ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বরিশাল মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র ও অত্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, ইউজিসির অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, অধ্যাপক ডা. আব্দুল গনি মোল্লাহ, অধ্যাপক ডা. সহিদুল ইসলাম, অধ্যাপক ডা. তৌহিদুল আলম, অধ্যাপক ডা. কোহিনূর বেগম, মেজর (অব.) ডা. লায়লা আঞ্জুমান, অধ্যাপক ডা. আব্দুল মান্নান, ব্রি. জে. নাজমুল, ডা. মো. মনোয়ার হোসেন, ডা. মুহিতুর রহমান, ডা. সিরাজুল ইসলাম, ডা. মো. তারিক মেহেদী পারভেজ, অধ্যাপক ডা. সেলিম উল্লাহ, ডা. রওশন আরা, নবজাতক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে, অধ্যাপক ডা. এ এইচ এম জহিরুল হক সাচ্চু, অধ্যাপক ডা. এম এ শাকুর, অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সবুজ, অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান ভূঁইয়া, অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. মিজানুর রহমান, মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এস এম ইয়ার-ই-মাহাবুব, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ কুমার কুন্ডু, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন, ভিসির একান্ত সচিব সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, সহযোগী অধ্যাপক ডা. মো. মাসুম আলম, সহযোগী অধ্যাপক ডা. কেএম তারিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. শেখ সাইফুল ইসলাম শাহীন, কনসালটেন্ট ও উপ-পরিচালক (হাসপাতাল) ডা. বশির আহমেদ জয়, ডা. মো. মামুন মোর্শেদ, ডা. নিজাম উদ্দিন, ডা. তাসলিমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ