৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক : বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে তোফাজ্জেল হোসেন (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতালের প্রশাসনিক শাখা।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানিয়েছেন, উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া বৃদ্ধের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে করোনায় আক্রান্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

শেবাচিম হাসপাতাল সূত্র জানায়, দুপুর ১টা ৩৫ মিনিটে ঝালকাঠি সদরের চাঁদকাঠি এলাকার তোফাজ্জেল হোসেনের শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যু হয়। এর আগে তিনি সকাল ১০টা ২৫ মিনিটে উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।

সর্বশেষ