বরিশাল বাণী: বরিশাল শেবাচিম হাসপাতালের সামনে থেকে এক মাদক কারবারীকে আটক করেছে বিএমপি ডিবি পুলিশ। শনিবার দুপুরের পর মাদক বিক্রয়ের সময় হাতেনাতে ধরে ফেলে ডিবির এসআই রাহাতুল ইসলাম, এএসআই রতন কুমার, এএসআই শাহাদাত সহ ডিবির একটি চৌকস টিম। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে বলে জানায় ডিবি।
আটককৃত আরিফ হোসেন (৩৫) কেডিসি বরফকল এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ আব্দুল কুদ্দুছ ও মাতা-মোসাঃ রাহিমা বেগম। আটকের পর আরিফের কাছ থেকে ১৪৬ পিস ইয়াবা, ১৬ এ্যাম্পুল অবৈধ নেশাজাতীয় ইনজেকশন এবং মাদকদ্রব্য বিক্রির কাজে ব্যবহৃত একটি পুরাতন বাটন মোবাইল ও ০২ টি সিম উদ্ধার হয়।
