নিজস্ব প্রতিবেদক :: বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের আনা-নেয়ার জন্য তিনটি বাসের ব্যবস্থা করে দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
বুধবার (২১ ফেব্রয়ারি) সকাল থেকে এ বাসগুলো হাসপাতালের করোনা ইউনিট ও এর বাহিরের ইউনিটগুলোর চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের করোনাকালীন এই লকডাউনের মধ্যে যাতায়াতের সুবিধার জন্য আনা-নেয়ার কাজ শুরু করেছে।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, তিনটি বাসের মধ্যে ২ টি বাস করোনা রোগী সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর দায়িত্বরতদের আনা-নেয়ার কাজ শুরু করেছে। আর একটি বাস নন কোভিড ওয়ার্ডগুলোর দায়িত্বরত স্থ্যকর্মীদের আনা-নেয়ার কাজ শুরু করেছে।
তিনি আরো জানানা, এছাড়া হাসপাতালের ৩ টি অ্যাম্বুলেন্সের মধ্যে ১ টি কোভিড রোগীদের জন্য এবং বাকী ২ টি নন কোভিড রোগীদের জন্য ব্যবহার করা হচ্ছে। তবে কোভিড রোগীদের জন্য রাখা অ্যাম্বুলেন্সটি এমনভাবে জীবানুনাশক করা হয়, যে সেটিতে প্রয়োজনে নন কোভিড রোগীও বহন সম্ভব।
এদিকে শেবাচিম হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের করোনাকালীন এই লকডাউনের ভেতরে যাতায়াতের সুবিধার জন্য মেয়রের পক্ষ থেকে তিনটি বাসের ব্যবস্থা করে দেয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) এর নেতৃবৃন্দ।