৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শেবামেক হাসপাতালে চোর সন্দেহে যুবক আটক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

শিকদার মাহাবুব :: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে চোর সন্দেহে এক যুবককে আটক করেছে আনসার সদস্যরা।

আজ বুধবার বেলা বারোটার দিকে ওই যুবককে আটক করা হয়।

আটককৃত ওই যুবকের নাম জসিম (৩৫)। পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামের মজিদ মিয়ার ছেলে সে। গ্রামের বাড়ি মির্জাগঞ্জ হলেও বরিশাল শহরে বিভিন্ন সময় দিনমজুুরি করে তার সংসার চলে।

শেবামেক হাসপাতালে ডিউটিরত আনসার সদস্য মো: বায়জিদ ও রাজু বলেন,‘হাসপাতালের বহি:বিভাগে চিকিৎসা নিতে আসা এক রোগীর মোবাইল চুরি করার সময় ওই যুবককে আমরা ধরতে সক্ষম হই । পরে তাকে শেবামেক হাসপাতাল পুলিশের কাছে সোপর্দ করি। বিষয়টি নিয়ে কথা বলার জন্য শেবামেক হাসপাতাল পুলিশের ইনচার্জ আব্দুর রহমানের মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এদিকে বরিশাল কোতয়ালী মডেল থানার ডিউটি অফিসার এসআই দোলা আক্তার বলেন, শেবামেক হাসপাতালে চোর সন্দেহে কেউ আটক হয়নি।’’

সর্বশেষ