৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

শ্লীলতাহানির ঘটনায় পল্লী চিকিৎসক শ্রীঘরে !

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলাখালী ইউনিয়নের হরিদেবপুর বাজারের এক পল্লি চিকিৎসককে শ্লীলতা হানির ঘটনায় ২৫ এপ্রিল রবিবার
শ্রীঘরে পাঠিয়েছে গলাচিপা থানা পুলিশ। মামলা সূত্রে জানা যায়, ২৪ এপ্রিল শনিবার সন্ধ্যায় হরিদেবপুর বাজারের আঃ রব মৃধার ফার্মেসিতে জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন নিতে যান এক নারী । পরে ইনজেকশন দেয়ার কথা বলে পল্লী চিকিৎসক আঃ রব পিছনের কামরায় নিয়ে বোরকা খুলতে বলে। এতে ভিকটিম লামিয়া রাজি না হলে, জোর করে বোরকা খুলে তার বিভিন্ন স্পর্শ কাতর স্থানে শ্লীলতা হানি করলে, ঐ দিন রাতেই ঐ নারী বাদী হয়ে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে গলাচিপা থানায় একটি মামলা আকারে অভিযোগ দাখিল করে। শ্লীলতাহানির ঘটনার অভিযোগ গ্রহণ করে গলাচিপা থানার ওসি এম,আর শওকত আনোয়ার নারী ও শিশু নির্যাতন দমন সংশোধিত ২০০৩ এর ১০ ধারায় যৌন নিপীরন শ্লীলতাহানির অপরাধ মামলা রুজু করেন, যার মামলা নং ২৬/২১। পরে ২৫ এপ্রিল রবিবার গলাচিপা থানা পুলিশ পল্লী চিকিৎসক আঃ রবকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ