২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী কাওসারের পাশে গলাচিপার ইউএনও

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী কাওসারের বাড়ি পরিদর্শন করে পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। “গলাচিপায় প্রতিবন্ধী কাওসারকে বাঁচাতে মা বাবার আকুতি’’ এই শিরোনামে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার নিজে গিয়ে প্রতিবন্ধী কাওসারের খোঁজ খবর নেন। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণ কলস গ্রামে প্রতিবন্ধী কাওসারকে দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। পটুয়াখালী জেলা প্রশাসক মো. কামাল হোসেনের নির্দেশনায় কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণ কলস গ্রামের মো. শাহাবুদ্দিন হাওলাদারের অসহায় প্রতিবন্ধী ছেলে মো. কাওসার হাওলাদারের বাড়ি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। তার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার সময় তার বাবার হাতে নগদ ২০ হাজার টাকা ও মাননীয় প্রধানমন্ত্রী উপহারের ত্রাণ প্রদান করেন। এ সময় প্রতিবন্ধী কাওসারের বাবা মো. শাহাবুদ্দিন হাওলাদার মাননীয় প্রধানমন্ত্রী, পটুয়াখালী জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, অসহায় প্রতিবন্ধী কাওসারকে চিকিৎসার জন্য তার পরিবারকে পটুয়াখালী জেলা প্রশাসক মহোদয়ে পক্ষ থেকে ২০ হাজার টাকা ও মাননীয় প্রধানমন্ত্রী উপহারের ত্রাণ প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, প্রতিবন্ধী কাওসারের বিষয়টি আমরা উর্দ্বোতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য উল্লাস খান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আনসার রাড়ী, আবুল কাসেম খন্দকার, সমাজসেবক আব্দুর রাজ্জাক মজুমদার, মো. শাহ আলম প্যাদা, মো. কাইয়ুম খান বরকত, মো. শফিকুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ