৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে ধ*র্ষ*ণের প্রতিবাদ করায় মা ও ফুফুকে মা*রধ*র আ.লীগকে নিষিদ্ধ-স*ন্ত্রা*সীদের বিচারের দাবিতে বরিশালে ছাত্র আন্দোলনের মশাল মিছিল বঙ্গোপসাগরে ট্রলারে জলদস্যুদের হা*ম*লা, গু*লিবি*দ্ধ ৩ টিয়া মনির কোচিংয়ে যাওয়া হলোনা পথিমধ্যে ইজিবাইকের চাকায় ওড়না পেচিঁয়ে প্রাণ গেলো ভোলায় ৫ কবরের লা*শ-কাফনের কাপড় চু*রি কলাপাড়ায় অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃ*ত্যু গলাচিপায় মুঃ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি কমপ্লেক্সের শুভ উদ্বোধন তালতলীতে ২ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ! বাউফলে বিএনপির জনসভায়  তারেক রহমানের ৩১ দফা মেরামত উপস্হাপন। বরিশাল পলিটেকনিকের নবীনদের বরণ করেছে ইসলামী ছাত্র শিবির

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশালের ২৫ থানার ওসি রদবদল

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুই থানা ও রেঞ্জের ২৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে। পুলিশ হেডকোয়াটার্সের অ্যাডিশনাল আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান বিপিএম (বার) মোহাম্মদ জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

এতে পটুয়াখালীর বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হককে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায়, আর বরিশালের বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ আলম চৌধুরীকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় বদলী করা হয়েছে।

অপরদিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনকে জেলার গৌরনদী মডেল থানায় আর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিনকে বেতাগী থানায় বদলি করা হয়েছে। এদিকে রেঞ্জের বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান বাবুগঞ্জ থানায়, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেনকে বাকেরগঞ্জ থানায়, মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানকে বরগুনা জেলার বেতাগী থানায়, বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মন্ডলকে বরগুনার বামনা থানায় বদলি করা হয়েছে।

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম মজুমদারকে দশমিনা থানায়, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদারকে মহিপুর থানায়, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খানকে গলাচিপা থানায়, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েনকে বাউফল থানায় বদলী করা হয়েছে।

ভোলা জেলার দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হককে তজুমদ্দীন থানায়, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির-বিপিএম কে বোরহান উদ্দিন থানায়, তজুমদ্দীন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদকে দুলারহাট থানায়, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়াকে ভোলা সদর মডেল থানায় বদলি করা হয়েছে।

পিরোজপুরের নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবিরকে কাউখালী থানায়, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়াকে বরিশালের মুলাদী থানায়, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেনকে ভান্ডারিয়া থানায়, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান পিরোজপুর সদর থানায় বদলি করা হয়েছে।

বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদারকে পিরোজপুরের নাজিরপুর থানায়, বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনকে ঝালকাঠি সদর থানায়, বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলামকে বরিশালের বানারীপাড়া থানায় বদলি করা হয়েছে। ঝালকাঠির কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামকে পাথরঘাটা থানায়, ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকারকে কাঠালিয়া থানায় বদলি করা হয়েছে।

সর্বশেষ