নাজমুল হক মুন্না ::
বরিশাল দুই (উজিরপুর – বানারীপাড়া )আসনের সংসদ সদস্য,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সফল সভাপতি মোঃ শাহ আলম তালুকদার এর অন্যরকম ঈদ উদযাপন। খুব সকালে ঘুম থেকে উঠে প্রথমে দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেমে দ্বীন,মরহুম হযরত শর্ষিনার পীর সাহেব কেবলার কবর জিয়ারত করে,মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্থতা কামনা ও দেশবাসীকে মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য মহান আল্লাহতালার দরবারে বিশেষ মোনাজাত,নির্বাচনী এলাকা ঘুরে নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া,অসহায় মানুষর আর্থিক সাহায্য প্রদানের মধ্য দিয়ে এক অন্যরকম ঈদ উদযাপন করেন।তিনি বলেন মহান আল্লাহ পাকের রহমতে,শেখ হাসিনার বাংলাদেশ কোন ক্ষুধার্ত মানুষ থাকবে না,
