১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে সেনবাহিনী- ব্রিগেডিয়ার জেনারেল এএসএম বাহাউদ্দিন

সেলিম শিকদার,সিরাজগঞ্জঃ-

বগুড়া সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল এএসএম বাহাউদ্দিন এসইউপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি বলেছেন,বৈশ্বিক মহামারি করোনায়
লকডাউন মানাতে শহরের পাশাপাশি গ্রামেও কাজ করছে সেনাবাহিনী।সাধারন মানুষকে ব্যক্তিগতভাবে সচেতন করতে কাজ করছে সেনাবাহিনীর পেট্টোল টিম।গত (৫ জুলাই) সোমবার দুপুরের সিরাজগঞ্জ শহরের প্রবেশদ্বার বাজার স্টেশন এলাকায় লকডাউন পরিস্থিতি পরিদর্শন সময়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে শাস্তির পরিবর্তে সচেতনতা বৃদ্ধির জন্য মাঠেকাজ করছে সেনাবাহিনী। ব্যক্তি সচেতনতা বাড়ালেই এ পরিস্থিতির উন্নতি হবে। করোনায় ক্ষতিগ্রস্থ মানুষকে সহায়তার পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা ব্যক্তি বিশেষের কাছে সেটা পৌঁছে দেবো।

এ সময় লে. কর্ণেল সায়েম চৌধুরী, মেজর মঈনুল আলম, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ও পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম উপস্থিত ছিলেন। এর আগে সেনা সদস্যরা বাজার স্টেশন এলাকায় লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগনকে পরামর্শ দেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ