১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সঠিক তথ্য দিন, ব্যবস্থা নিবে পুলিশ : বিএমপি কমিশনার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

শফিকুল ইসলাম, বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি: বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, আপনারা আমাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমরা আইনশৃঙ্খলা রক্ষার্থে ব্যবস্থা গ্রহন করবো। দেশকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। যেটা নিয়ে এই মূহুর্তে দেশ ব্যাপি আলোচনা চলছে। আমার কোন পুলিশ কর্মকর্তা অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পরলে আমাকে জানাবেন। আমি তাদের জবাবদিহিতার আওতায় আনবো। আপনাদের জন্য আমার দরজা সবসময়ই খোলা রয়েছে’।
মঙ্গলবার(১০ ডিসেম্বর) সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা কতৃক আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রাথমিক তদন্ত ছাড়া কোন মামলা নয়। কেউ যদি সঠিক তথ্য গোপন করে মিথ্যা মামলা করেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। প্রতিমাসে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে আপনারা আমাকে সরাসরি সুবিধা, অসুবিধা নিয়ে প্রশ্ন করতে পারবেন। ওপেন প্লাটফর্মে সবধরনের অভিযোগ শোনা হবে’।
এসময় থানা এলাকার বিভিন্ন এলাকা থেকে আগত রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাধারণ জনগন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে তাদের সুবিধা, অসুবিধা, হয়রানি, প্রাপ্তি ও প্রত্যাশার বিষয়ে বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা, সহকারি পুলিশ কমিশনার (কাউনিয়া) মশিউর রহমান, সহকারি পুলিশ কমিশনার(স্টাফ) প্রণয় রায়।
অনুষ্ঠান পরিচালনা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার।

সর্বশেষ