২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

সমুদ্রের তলায় সোনালী ডিমের সন্ধান !

সমুদ্রের তলায় সোনালী ডিমের মত দেখতে একটি বস্তুর সন্ধান পেলেন মার্কিন বিজ্ঞানীরা। তবে আসলে বস্তুটি কী সেটা এখনও ঠিক করে বলা যায়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে সাগরের প্রায় সাড়ে তিন হাজার মিটার নিচে রহস্যময় এই বস্তুটির সন্ধান পাওয়া গেছে। গত বুধবার সাগরের তলদেশের জীবজগৎ নিয়ে গবেষণার সময় বিজ্ঞানীদের নজরে পড়ে এটি।
সোনালী রঙের এই ডিম্বাকৃতি বস্তুটির ব্যাস ৪ ইঞ্চির কাছাকাছি। জানা গেছে, এর গোড়ায় একটি ছোট ফাটল রয়েছে। জানা গিয়েছে, সাগরের তলদেশে বস্তুটির দিকে ক্যামেরা নিয়ে যাওয়ার সময় এটির পরিচয় শনাক্ত করতে গিয়ে বিজ্ঞানীরা দ্বিধায় পড়ে গিয়েছিলেন।
রূপকথার গল্পের সঙ্গে মিল থাকায় এটির নাম দেওয়া হয়েছে সোনার ডিম। অনেকের মতে, এটি হয়তো ভিনদেশি কোনো এক প্রাণীর ডিম। এই নিয়ে জোর তর্ক চলছে সোশ্যাল মিডিয়াতেও।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ