স্টাফ রিপোর্টার :: সরকারি বরিশাল কলেজ ছাত্রদল সভাপতি ও নিহত ছাত্র দল নেতা জিতুর ভাই রফিকুল ইসলাম টিপুকে নির্দয়ভাবে কুপিয়ে ফেলে রেখে গেছে সন্ত্রাসীরা। ।আজ রাত ৮ টার দিকে বরিশাল কলেজের সামনে শ্রীনাথ চ্যাটাজি লেনের সামনে এ ঘটনা ঘটে। । প্রত্যক্ষদশীরা জানায়, টিপু একটি হোটেলে বসে ছিল। আকস্মিক ১৫/২০জনের একটি দল হোটেলে ঢুকে টিপুর উপর হামলা চালায়। এলোপাথারি কুপিয়ে মারাত্বক জখম করে তাকে। এসময় খাবার হোটেলটিতেও ভাংচুর চালায়। । এরপর সন্ত্রাসী গ্রুপটি চলে গেলে স্থানীয়রা টিপুকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
