৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

সস্ত্রীক করোনায় আক্রান্ত পবিপ্রবির ভিসি

পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ ও তার সহধর্মিণী কনিকা মাহফুজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে উপাচার্যের করোনা টেস্টের ফল পজিটিভ এসেছে।

অন্যদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে উপাচার্যের স্ত্রী কনিকা মাহফুজের করোনা রিপোর্টও পজিটিভ আসে।

মঙ্গলবার রাত ৮টর দিকে তাদের করোনা পরীক্ষার ফল পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়টির দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা ড. মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পবিপ্রবির ভাইস চ্যান্সেলর ড. মো. হারুনর রশীদ ও তার সহধর্মিণী কনিকা মাহফুজকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় নেয়া হয়।

বর্তমানে তারা দুজনেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।

এদিকে উপাচার্য ও তার স্ত্রীর সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ আলী ও রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ