২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতন ! দেশব্যাপী নিন্দার ঝড় !

বরিশাল বাণী ডেস্ক: সুনামগঞ্জে যাদুকাটা নদীতে ‘অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের ছবি তোলায়’ এক সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। ‘দৈনিক সংবাদের’ তাহিরপুর উপজেলা প্রতিনিধি কামাল হোসেন রাফি এই অভিযোগ করেছেন। এই ঘটনায় দেশব্যাপী সাংবাদিক মহলে তীব্র প্রতিবাদের ঝড় বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিবাদ অব্যাহত আছে।

‘দৈনিক সংবাদের’ তাহিরপুর উপজেলা প্রতিনিধি কামাল হোসেন রাফি বলেন, সোমবার সকালে তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া এলাকায় যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু-পাথর তোলার খবর পেয়ে ছবি তুলতে যান। “ছবি তোলার সময় কয়েকজন আমাকে বাধা দেয় এবং রড দিয়ে মারধর করে। সেখান থেকে ঘাগটিয়া চকবাজারে নিয়ে গাছের সঙ্গে বেঁধে আরেক দফা মারধর করে।”

পরে ওই এলাকার এক সাংবাদিক তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

কামাল চিকিৎসা শেষে থানায় অভিযোগ দেবেন বলে জানান।

ওই এলাকার আবির হোসেন মানিক নামে একজন সাংবাদিক বলেন, “সকালে কামালকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। পরে তাকে আমরা উদ্ধার করি।”

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাহমুদুল হাসান।

তিনি বলেন, “ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ