বরিশাল বাণী: বরিশালের বাবুগঞ্জ থানার নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ দুপুরে বাবুগঞ্জ থানা অভ্যন্তরে ওসির কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ওসি মাহাবুবুর রহমান বলেন, সাংবাদিকরা জাতির বিবেক । দেশ ও জাতিকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভুমিকা অপরিসীম। বাবুগঞ্জ উপজেলাকে মাদক, সন্ত্রাস, জুয়া, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে দুর করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, মাদকের সঙ্গে পুলিশ কোনো আপোস করবেন না। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো লটারেন্স দেখাবে। তাই যেখানেই মাদক, সেখানেই অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য নিরলস কাজ করার অভিমত ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) মানবেন্দ্র বালো সহ অন্যান্য কর্মকর্তারা।
এ ছাড়াও মতবিনিময়কালে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহজাহান খান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ সভাপতি মোঃ শাহাব উদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম অরুণ, সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফরাজী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক মোঃ আল আমিন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওসি মাহাবুবুর রহমান গত ২৯মে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বরিশাল জেলা গোয়েন্দা শাখার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।