১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বিসিসি থেকে বেতন নেন সাবেক মেয়রের বাসার কাজের লোক উজিরপুরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদকের নামে হ*ত্যাচেষ্টা মামলা ঝালকাঠি সদর হাসপাতাল : ফিল্ম না থাকায় দেড় মাস ধরে এক্স-রে সেবা বন্ধ মঠবাড়িয়া বিএনপি নেতা দুলালকে দল থেকে বহিষ্কার বরগুনায় ছাত্র আন্দোলন সমন্বয়কদের মধ্যে সং*ঘ*র্ষ, আ*হ*ত ৪ হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চাইলে প্রতিদিন বাদাম খান পটুয়াখালীতে জমির বি*রোধে ছোট ভাইয়ের হাতের কব্জি কে*টে নিলো বড় ভাই বরিশালে মিলল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ম*রদেহ, পরিবারের দাবি হ*ত্যা বরিশালে ৮ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা আটক বরিশালে এসএসসির সিলেবাস কমানোর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সাংবাদিকরা সমাজের দর্পন, তাদের বাক স্বাধিনতা দিতে হবে– এবিএম মোশাররফ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ইমন আল আহসান ঃ সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন। তাদের বাক স্বাধিনতা দিতে হবে। গনমাধ্যমকর্মীরা দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্ব পালন করলে সমাজ যেমন উপকৃত হবে, তেমনি আগামী প্রজন্ম একটি ভালো বাংলাদেশ দেখতে পাবে। বুধবার বেলা ১১ টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের হল রুমে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, সকাল বেলা পত্রিকা পড়ে বুঝতে পারি দেশের অবস্থা কি। এই দায়িত্বটা আপনারা দায়িত্বশীলভাবে পালন করবেন। স্থানীয় অবকাঠামোগুলো সম্পর্কে তিনি বলেন, এই কলাপাড়া আমাদের সবার। বাংলাদেশের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে পর্যটন কেন্দ্র কুয়াকাটা, পায়রা বন্দর, তাপ বিদ্যুৎ কেন্দ্র ও নৌঘাঁটিসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এগুলো আপনাদের লেখনীর মাধ্যমে সকলের সামনে তুলে ধরতে হবে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন আরো বলেন, এদেশের ছাত্র-জনতা কোটা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ সরকারকে হঁটিয়েছে। আমরা বিএনপি, এই আন্দোলনের একটি সহযোগী সংগঠন হিসেবে বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে সহযোগীতা করতে চাই।

প্রেসক্লাবের আহ্ববায়ক মো. হুমায়ন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি প্রমুখ। এসময় কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি’র সাংবাদিকবৃন্দসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মতবিনিময় শুরুতে সাংবাদিকদের পক্ষ থেকে এবিএম মোশাররফ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সর্বশেষ