নিজস্ব প্রতিবেদক :: বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন জিটিভি’র বরিশাল অফিসের ক্যামেরাপারসন অমল দাসের স্ত্রীর শান্তা রানী দাস মারা গেছেন। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। তিনি স্বামী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক অমল জানান, শনিবার সকালে তার স্ত্রী হাসপাতাল রোডের বাসায় আকস্মিক শ্বাসকষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়লে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা তাকে মেডিসিন ভর্তি দিলে সেখানে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
পরে দুপুরে এই সাংবাদিকের স্ত্রী’র মরদেহ বরিশাল শহরের কাউনিয়া মহাশ্মশানে অন্ত্যোষ্টিক্রিয়া করা হয়েছে।’
সাংবাদিকের স্ত্রীর মৃত্যুতে নিউজ এডিটরস্ কাউন্সিল, বরিশালসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন শোকপ্রকাশ করেছে।’