৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সাংবাদিক কল্যান ট্রাস্টের অনুদান পেলেন- সাংবাদিক মুশফিকুর রহমান ঝান্ডা

মোঃ রাব্বী মোল্লা:

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে চিকিৎসা সহায়তা অনুদান পেলেন ফরিদপুরের জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদপুর বাণীর সম্পাদক, ফরিদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) এর ফরিদপুর জেলার প্রথম সভাপতি মুশফিকুর রহমান ঝান্ডা ।

তিনি বিগত ৩/৪ বছর পূর্বে হার্টে রিং সংযোজন সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভগছেন এবং চিকিৎসারত আছেন । ঐ সময় তার চিকিৎসার জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান প্রাপ্তির জন্য আবেদন করেন । উক্ত আবেদনের প্রেক্ষিতে তাকে কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ১ লক্ষ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয় ।গত ২৭ মে ২০২১ ইং এ অর্থের চেক তার হাতে তুলে দেন জেলা কল্যাণ ট্রাস্টের সভাপতি ফরিদপুর প্রেস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক জেলা প্রশাসক অতুল সরকার । এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মফিজ শিপন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ তাসলিমা আলী, সহকারী কমিশনার (গোপানীয়) তারেক হাসান, দেবেশ চন্দ্র দাস জেপি জেএম শাখা, অফিস সহকারী আলমগীর হোসেন প্রমূখ ।

 

মুশফিকুর রহমান বলেন বর্তমান সরকারের এ উদ্যোগ একটি বড় সাফল্য । চিকিৎসার জন্য এ অর্থ পেয়ে তিনি খুবই উপকৃত হয়েছেন ।চিকিৎসা সহায়তা তার অর্থ পেয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন সহ তার দীর্ঘায়ু কামনা করেন । পাশাপাশি তিনি কল্যাণ ট্রাস্টের সদস্য, নেতৃবৃন্দ,কর্মকর্তা ও পিআইবির কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান

 

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ